ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বেড়েছে চু*রি-ছি*নতাই, আ*তংকে দিনপার নগরবাসীর

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বেড়েছে চু*রি-ছি*নতাই, আ*তংকে দিনপার নগরবাসীর

 

বরিশাল নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিদিনই কমবেশি চুরির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন নজরদারী না থাকায় বেড়েছে চুরির ঘটনা। বাসা বাড়ি থেকে শুরু করে দোকান পাটে চুরি করছে একটি চক্র।

আর এ চক্রটি দিনের বেলায় ওত পেতে থাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে। বিভিন্ন ব্যাংকের সামনে এরা ফাঁদ পেতে থাকে। সুযোগ বুঝে সব কেড়ে নেয় । সম্প্রতি বরিশালে শয়তানের নি:শ্বাস সহ এক ব্যক্তিতে আটক করেছে জনতা। যে নেশাদ্রব্যের মাধ্যমে চোখের পলকেই জনসাধারনের কাছ থেকে সর্বত্র লুটে নেয় চক্রটি।

তাদের কাজে সাহায্য করে রিক্সা চালকদের মধ্যে একটি অংশ। এদিকে বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েছে চুরি। নগরীর ১১ নং ওয়ার্ডের বাসিন্দা শিপন জানান, সকালবেলা ফজরের নামাজ পড়তে গেট খুলে বের হই। এই ফাঁকে চোর বাসার ভিতরে ঢুকে পড়ে। আমার মায়ের আওয়াজ পেয়ে মূুহুর্তের মধ্যে সটকে পড়ে চোর।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কীর্তনখোলা নদীর বেরিবাধ সংলগ্ন এক বাসিন্দা জানান, নদীর পাড়ে সৌন্দয্য বাড়াতে লাইটপোস্ট স্থাপন করে বরিশাল সিটি কর্পোরেশন। সেখানে একটি লাইন চলমান রয়েছে যেটা প্রতিদিন সন্ধ্যার পর জালানো হয়। আর একটি তার প্রতিস্থাপন করা হয়েছে যেটার মাধ্যমে চায়না সোলার প্যানেল সংযোগ করা হবে। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে সেই তামার তার চুরি করে একটি চক্র।

যার সাথে যুক্ত রয়েছে ১১ নং ওয়ার্ড স্টেডিয়াম কলোনীর কিছু কিশোর গ্যাং। চুরির ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চচল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিটি কর্পোরেশনে সংবাদ পৌছালে তারা এসে কিছু তার উদ্ধার করে নিয়ে যায়। এভাবে বরিশাল নগরীতে প্রতিদিন চুরি ছিনতাইয়ের ঘটনায় আতংকে দিন কাটাচ্ছে নগরবাসী।

নিরাপত্তহীনতায় ভুগছে বাসিন্দারা। তাই এ ব্যপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছে সচেতন মহল সহ নগরবাসী।