
স্টাফ রিপোর্টার :: বরিশাল নগরীতে ২৬নং গ্রাম দক্ষিণ জাগুয়া কালিজিরা বাজার ওয়ার্ডস্থ জমিজমা বিরোধকে কেন্দ্র করে মামলা ও হয়রানি অভিযোগ উঠেছে।
এবিষেয় ভুক্তভোগী মোঃ জলিল হাওলাদার বলেন, মৃত লেহাজ উদ্দিন হাওলাদার এর পুত্র হানিফ হাওলাদার
আমার জায়গা জমি অবৈধভাবে ক্ষমতার জোরে দখল করে থাকেন হানিফ হাওলাদার এলাকায় ভূমি দস্যু হিসেবে পরিচিত ও মামলা বাজ তিনি আমাকে তার স্ত্রী পাখি কে দিয়ে মিথ্য মামলা দেয় গত (৫ফেব্রুয়ারি) কোটে হাজিরা দিতে এলে আমি সহ আমার তিনি ছেলেকে প্রানাশের হুমকি দেয়। আমি সংবাদিক ভাই দের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ মামলাবাজ থেকে রেহাই পেতে চাই।
এবিষয়ে অভিযুক্ত ইয়াসমিন আক্তার পাখি বলেন, জেলাল পরস্পর আমার আত্মীয়-স্বজন,আমাদের একই দাগের সম্পত্তি তারা আমাদের জায়গা থেকে মাটি কেটে নিয়েছে, উল্টো আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আচ্ছে। তাই আমি কো্টে মামলা দিয়েছি।


