ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভূ.তের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রওশন আরা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম পারভেজ মৃধা।
এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মোঃ মহসিন আলম, বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আকতার,বাবুগঞ্জ থানার ওসি শেখ মোঃ আমিনুল ইসলাম, মুলাদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ এনামুল হক ইনু, কেদারপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামাল হোসেন,মোঃ মনিরুজ্জামান মিলটন, মো; মোস্তফা দুয়ারী, বিএনপি নেতা মিজানুর রহমান শিকদার, মোঃ মজিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়াসির আরাফাত মৃধা, ছাত্রদল নেতা আবু সায়েম সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিযোগিতায় দৌড়, বিস্কুট দৌড়, মানকি দৌড় , বল নিক্ষেপ, চেয়ার সিটিংসহ প্রায় ২০ টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।