ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আদালতের নির্দেশ উপে.ক্ষা করে গভীর রাতে বসত ঘর তুলে জমি দ.খল

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশালে আদালতের নির্দেশ উপে.ক্ষা করে গভীর রাতে বসত ঘর তুলে জমি দ.খল।

 

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় আদালতে নির্দেশ উপেক্ষা করে গভীর রাতে বসতঘর তুলে জমি দখলে নিয়েছেন হালিম মিয়া (৪২) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালি গ্রামে খোশালের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। হালিম মিয়া ওই এলাকায় মৃত. রত্তন মিয়ার ছেলে।

 

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর হাওলাদার বলেন, আমার পিতা রুস্তুম আলী হাওলাদার ১৯৪৬ সালে তোফেল আহম্মেদ এবং আঃ আজিজের নিকট থেকে ৩১৯০ নং সাব—কবলা দলিল মূলে ৮৩ শতাংশ জমি ক্রয় করেন।

যা আমরা গত ৭৫ বছর ধরে ভোগদখল করে আসছি। গত কয়েক বছর আগে আজিজের ভাগিনা হালিম মিয়া নানা বাড়ির ফরায়েজ হিসেবে আমার পিতার ক্রয়কৃত জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলো। আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার কারণে আমি পিরোজপুর জেলা জজ আদালতে মামলা (৮৪/১৯ ) দায়ের করি। মামলাটি বিচারাধীন রয়েছে।

বিভিন্ন সময় পুলিশ ঘটনাস্থল গেলে হালিম গংরা শালিশ ব্যবস্থায় বসে মীমাংসা হবার কথা বললেও, হালিম মিমাংসায় বসেনি। ওই মামলায় বিজ্ঞ আদালত এ জমির ওপর গত ১৩ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা দেন এবং বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ দেন। ওই নোটিশের কপি হাতে পেয়ে গত ২২ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে দলবল নিয়ে হালিম ঘর উত্তোলন করে জমি দখলে নেয়।

 

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সরেজমিনে গিয়েও অভিযুক্ত হালিম মিয়াকে পাওয়া যায়নি, তবে তার ছেলে হৃদয় (১৬) বলেন, ওই জমি তারা ফরায়েজ পেয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।