
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আজ ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বরিশাল সিটি করপোরেশন সহ বিভাগের ৪২ উপজেলায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৪ লাখ ৬০ হাজার শিশুকে আজ শনিবার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাতকানা সহ বিভিন্ন রোগ প্রতিরোধে দেশব্যাপী ভিটামিন এ ক্যম্পেইন-এর অংশ হিসেবে বরিশাল মহানগরী সহ এ অঞ্চলের ৪২টি উপজেলায় এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন সহ জেলা ও উপজেলা স্বাস্থ্য দপ্তর। শুক্রবার জুম্মার নামাজের খুতবার আগে প্রায় প্রতিটি মসজিদের খতিবরা বিষয়টি উপস্থিত মুসুল্লীদের অবহিত করেন।
বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসক রায়হান কাওসার এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-এ একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য উপকরন। কিন্তু মানবদেহে কখনো ভিটামিন এ তৈরী হয়না। তাই ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় দেশে প্রতিবছর দু বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬মাস থেকে ৯ মাস বয়সী সাড়ে ৮ হাজার এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৫শ শিশুকে নগরীর ২০০টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খওয়ানো হবে।
৪২টি উপজেলায় ৫মাস থেকে ৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার শিশুকে এবং ১০ থেকে ৫৯ মাস বয়সি ১১ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে। প্রায় ১৮ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ৯ হাজার কেন্দ্রে এসব ক্যাপসুল খওয়ানোর দায়িত্ব পালন করবেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা খাওয়ানো হবে।