ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধি :: উজিরপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ সভাটি উজিরপুরের সাকুরা ভিলেজ ফুডের দোতলায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল খালেক। মতবিনিময় সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার। সভার শুরুতেই উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে সভার উদ্দেশ্য তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বরিশাল-২ আসনের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, বরিশাল-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও নৈতিক অবক্ষয়সহ নানা সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এসব সমস্যার বাস্তবসম্মত ও টেকসই সমাধান দিতে সক্ষম একমাত্র রাজনৈতিক দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের রায় ও দায়িত্ব পেলে সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি, দখলবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

মতবিনিময় সভার একপর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সমসাময়িক, ইতিবাচক ও নেতিবাচক প্রশ্নের উত্তর দেন মাস্টার আব্দুল মান্নান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা রাজনৈতিক অঙ্গনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাঈয়েদ আহমেদ খান, বরিশাল-২ আসনের পরিচালক অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, সদস্য সচিব এডভোকেট আজম খান, জেলা মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ কাওসার হোসাইন, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং পৌরসভার আমীর মোঃ আল-আমিন সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও মতবিনিময় সভায় উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য খলিলুর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম এবং দৈনিক নয়া দিগন্তের বরিশাল জেলা ব্যুরো চিফ আজাদ আলাউদ্দিনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।