ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নেতা-কর্মীদের দেখতে যান ইলেন ভূট্টো

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নেতা-কর্মীদের দেখতে যান ইলেন ভূট্টো।

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপি প্রতিবাদ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয়।

শনিবার(১৩ ডিসেম্বর) দুপুরে শহরের থানা রোড এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলে সামনের সারিতে দাড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ সময় মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শহরে প্রতিবাদ মিছিল সম্পন্ন হয়। মিছিল শেষে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো জেলা সদর হাসপাতালে আহত নেতা-কর্মীদের দেখতে যান।