ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি।

 

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন।

 

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নুরুল আলম ফরিদ, নওশাদ নান্টু, সিরাজুল হক মৃধা, সাইদ খোকন, নুরুল ইসলাম পনিরসহ বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ।

এছাড়া, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিক দলসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বদ্ধভূমিতে উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে ১৯৭১ সালের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে বিএনপির অঙ্গীকার ব্যক্ত করেন।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এদিন বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামের সূচনা করেছিল, যার ফসল স্বাধীন বাংলাদেশ। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

 

বরিশাল মহানগর বিএনপির নেতারা জানান, স্বাধীনতার চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলমান থাকবে। তারা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।