ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আতশবা*জি ফোটাতে গিয়ে নি*হ*ত, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৩১, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদ :: বরিশাল বিভাগের পটুয়াখালীতে ঈদের চাঁদরাতে সন্ধ্যার পর আতশবাজি ফুটাতে গিয়ে পৃথক স্থানে ২ জন আহত ও ১ জন নিহত হয়। ৩০ মার্চ রাত ৮:৩০ এর সময়ে পৃথক স্থানের দুজন কিশোর ও একজন শিশু আহত হয়ে পটুয়াখালী ২৫০ সয্যা বিশিষ্ট হসপিটালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, আহত দুই কিশোর বেল্লাল (১৬) ও রাব্বি(১৫)। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামের বাসিন্দা কিশোর দুটি প্রতিবেশী। ঘটনার দিন সন্ধায় চাঁদ দেখার পর বেশ কয়েকজন কিশোর মিলে বাড়ির পাশের খোলা জায়গায় আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় একাধিক আতশবাজি একত্রে ফুটাতে গিয়ে ঘটনাস্থলে বেল্লাল ও রাব্বি নামে দুই কিশোর আহত হয়। গুরুতর আহত বিল্লালের বাম হাতের কব্জি আতশবাজির আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর কিশোর রাব্বির ডান হাতের দুটি আঙ্গুলে ক্ষত সৃষ্টি হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

অপর ঘটনায় নিহত শিশু রাফি (৮) পটুয়াখালী পৌর শহরের মুন্সেফ পাড়ার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে। একই দিন ঈদের চাঁদ দেখার পরপর মাগরিবের নামাজের সময়ে শিশু রাফি তার বাড়ির পাশের আঙ্গিনায় একাই আতশবাজি নিয়ে ফুটাতে যায়। তবে ঘটনার সময় কোন প্রত্যক্ষদর্শী ছিলনা। ঘটনার সময় শিশু রাফির আতশবাজিতে বিকট শব্দ হয় তবে আতশবাজির টিনের তৈরি খোসা তার গলায় আঘাত করে। আহত রাফি দৌড়ে তার ঘরের কাছে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। এ সময় তার পরিবারের লোকজন পটুয়াখালী ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আতশবাজির টিনের খোসাটির আঘাতে শিশু রাফির গলার কন্ঠনালী এবং খাদ্যনালী ছিড়ে যায়। এতে তার ব্যাপক রক্তক্ষরণ হয়।

 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমরা অবগত আছি তবে নিহত অথবা আহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে আতশবাজি ফুটানো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।