ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিনে ছাত্র আ*ন্দো*লনে শ*হিদ আবিরের বাড়ি বরিশালের জেলা প্রশাসক

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৩১, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ প্রতিনিধি :: জুলাই-আগস্ট বিপ্লবে নিহত বাবুগঞ্জের শহিদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারকে শোক সমবেদনা ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়তে ছুটে যান বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদ-উল ফিতরের উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন আবিরের গ্রামের বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে যান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন আবিরের বাবা মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে শোক সমবেদনা ও খোঁজ-খবর নেন এবং তার পরিবারের হাতে ফল ও ঈদ সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে বরিশাল সুফল চন্দ্র গোলদার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ কামরুন্নাহার তামান্না, আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শহিদুল ইসলাম শাহেদ, স্বাস্থ্য কমিটির বরিশাল জেলার সদস্য লাবন্য রহমানসহ আরও অনেকে। পরিশেষে আবিরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

সুত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আবদুল্লাহ আল আবিরের (২৪)। এরপরে ২০ জুলাই সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় তার।

 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মান্যবর জেলা প্রশাসক মহোদয় ঈদের দিনে শহীদ পরিবারের খোঁজ খবর ও শোক সমবেদনা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও ঈদ সামগ্রী উপহার দেন। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন শহিদ পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানাচ্ছি।