বিনোদন ডেস্ক :: গান দিয়ে এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাল হিরো আলম
আমি কিছু করলেই দোষ হয়। আজ কেন এ আর রহমান বিষয়ে কথা বলছেন না?’- এভাবেই সাম্প্রতিক একটি ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি প্রশ্ন তুলেছেন, তাকে নিয়ে সমালোচনাকারীরা আজ কোথায়?
হিরো আলমের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পেছনে রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। তিনি জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে উঠেছে সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে।এই ঝড়ে গা ভাসিয়ে হিরো আলম তার সমালোচনাকারীদের তিরস্কার করেছেন। হিরো আলম বলেন, ‘আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান কারার ‘ঐ লৌহ কপাট’ নিয়ে কেন কথা বলছেন না?’
তিনি আরও বলেন, ‘বহুবার বলেছি আমি কোনো গায়ক বা শিল্পী নই। আমি শিখে এসে গান করিনি। শুধু মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন ‘আমারও পরানো যাহা চায়’ গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ‘ঐ লৌহ কপাট’ এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?’
এদিকে এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের গলায় ‘জয় হোক’ গান গেয়েছেন হিরো আলম। সেটির স্টুডিও ভার্সনের কিছু অংশের ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। এ নিয়েও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনা চলছে।