ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আলিয়া খুব ভালো কাজ করে : ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না, ইমরান হাশমি

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক :: এবার আলিয়ায় সঙ্গে কাজ করার খুব ইচ্ছে  ইমরান হাশমিরের।

 

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির পর্দায় উপস্থিতি মানেই ঘনিষ্ঠ দৃশ্য আর চুমুকাণ্ড। যাকে একসময় তার নাম জুটেছিল ‘সিরিয়াল কিসার’ তকমা। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পাশাপাশি থাকবে চুমু খাওয়ার দৃশ্য। তবে অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ইমরান হাশমি বলেন, গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতেই পারে। তাই বলে— এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়।

 

তিনি বলেন, যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নেয়। তাই অনেক দিন ধরেই অন্য ধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।

এদিকে জানা গেছে, ইমরান হাশমি ও আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে ইমরান বলেন, আলিয়া খুব ভালো কাজ করছে। পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। যদি সে রকম যথাযথ চিত্রনাট্য পাই, তবে অবশ্যই করব।