ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে বরিশালে স্বাবলম্বী হলো চার অসহায় পরিবার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চারটি অসহায় দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে স্বাবলম্বী করে তুলতে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে উপার্জনমূলক এসব সামগ্রী বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট ’৮৪–এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন মিয়াকে একটি বিশেষায়িত ভ্যানগাড়ি এবং ব্যবসা শুরুর জন্য ডিম প্রদান করা হয়। এই ভ্যানগাড়ির মাধ্যমে তিনি চলাচলের পাশাপাশি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
ভ্যানগাড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার হোসেন মিয়া বলেন,
“একসময় আমি মাদ্রাসায় শিক্ষকতা ও ইমামতি করতাম। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার পর বাধ্য হয়ে ভিক্ষা করতে হতো। ইভেন্ট ’৮৪ আমাকে যে ভ্যানগাড়ি ও ডিম দিয়েছে, তাতে এখন আর ভিক্ষা করতে হবে না। মনে হচ্ছে, নতুন জীবন ফিরে পেয়েছি।”
এ কর্মসূচির আওতায় আরও তিনজন—জামাল আকন, মিজান ও সীমা বেগমকে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত দুই বছরে ইভেন্ট ’৮৪ বরিশালে প্রায় ১৫০টি পরিবারকে স্বাবলম্বী করেছে। পাশাপাশি তীব্র শীতে নগরীর ফুটপাতে বসবাসকারী মানসিক প্রতিবন্ধীদের মাঝে শীতনিবারণের গরম কাপড় বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
১৯৮৪ সালে মাধ্যমিক পাস করা বরিশালের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়মিতভাবে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।