ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অপ*সাংবাদিকতা রো*ধে করণীয়

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৯, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: অপসাংবাদিকতা রোধে করণীয়।

অপসাংবাদিকতা (Yellow Journalism) বা ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গুজবনির্ভর সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়ায়, মানুষকে ভুল পথে পরিচালিত করে, এবং সাংবাদিকতার মূল আদর্শকে ধ্বংস করে। অপসাংবাদিকতা রোধে কিছু গুরুত্বপূর্ণ করণীয় নিচে তুলে ধরা হলো:

অপসাংবাদিকতা রোধে করণীয়

১. সাংবাদিকদের নৈতিকতা ও প্রশিক্ষণ

সাংবাদিকদের উচিত নৈতিকতা, সত্য যাচাই ও তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা।

সাংবাদিকতা শিক্ষা প্রতিষ্ঠানে মিডিয়া এথিক্স বাধ্যতামূলক করা।

২. তথ্য যাচাই (Fact-checking)

সংবাদের আগে তথ্য যাচাইয়ের জন্য আলাদা ফ্যাক্ট-চেকিং টিম থাকা জরুরি।

ভুল তথ্য প্রচার করলে দায় স্বীকার করে সংশোধনী প্রকাশ করা উচিত।

৩. আইন ও নীতিমালা কার্যকর করা

ডিজিটাল নিরাপত্তা আইন বা সংবাদপত্র ও প্রকাশনা আইন প্রয়োগে পক্ষপাতদুষ্ট না হয়ে ন্যায়ভিত্তিক পদক্ষেপ নিতে হবে।

মিথ্যা সংবাদ ছড়ালে উপযুক্ত শাস্তির বিধান থাকা জরুরি, তবে সাংবাদিক স্বাধীনতাও রক্ষা করতে হবে।

৪. পাঠক-দর্শকের সচেতনতা

পাঠকদের উচিত খবর শেয়ার করার আগে সত্যতা যাচাই করা।

গুজব ও অপ্রমাণিত সংবাদে প্রতিক্রিয়া না দেখিয়ে প্রতিবাদ জানানো।

৫. পেশাদার সম্পাদনা নীতি বজায় রাখা

প্রতিটি মিডিয়া হাউজে শক্তিশালী ও নিরপেক্ষ সম্পাদকীয় বোর্ড থাকা উচিত, যারা সংবাদ যাচাই এবং ভাষার দায়িত্ব নেবে।

৬. প্রতিযোগিতার নামে ‘ক্লিকবেট’ পরিহার

হেডলাইন সেনসেশনাল না করে তথ্যবহুল করা জরুরি।

পাঠক বাড়ানোর জন্য ভুল শিরোনাম দেওয়া মানেই সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা হারানো।

৭. সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ও অপপ্রচার রোধে ফ্যাক্ট-চেকার এবং রিপোর্টিং অপশন বাড়ানো দরকার।

সাংবাদিকরাও সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ করবেন।