ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববি*দ্যা*ল*য়ে ভর্তি পরীক্ষায় আবে*দন*কারী সা*ড়ে পাঁচ লাখ

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৫, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ বছর আবেদন করেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী। আগামী ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের জেলা শহরের ১৩৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

গতকাল শনিবার (২৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী দেশের জেলা শহরস্থ ১৩৭ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদানে রোববার (২৫ মে) দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। জুম মিটিংয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ বা কেন্দ্র সচিবদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’