
স্টার্ফ রিপোর্টার :: বরিশাল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদান রাখায়,স্বীকৃতি হিসেবে হুমায়ুন কবির’কে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান করা হয়েছে।
গতকাল (৩০ মে) শুক্রবার বিকাল পাঁচটায় এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশন এবং গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আনুষ্ঠানিকভাবে তাকে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তারিক, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এ সময় আরো উপস্থিত থাকেন কমিউনিকেশন বাংলাদেশ চেয়ারম্যান গোলাম ফারুক মজনু, মাসুমা রহমান তানি, অধ্যাপক কামরুন নাহার পলিন,মাহবুবুর রহমান মোল্লা প্রমূখ।


