
শোক সংবাদ : বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মারুফের মমতাময়ী মা শাহানারা বেগম মারা গেছেন।
১৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক খান মনিরুজ্জামান ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা । মহানগর বিএনপি নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আজ (শনিবার) জোহরবাদ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।


