ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৩ দিনে ৩৮ জনের করোনা শনা*ক্ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এরমধ্যে পুরুষ ৫ জন ও নারী ৫ জন। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ১৩ দিনে ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে গত দুইদিন ১০ জন করে করোনা আক্রান্ত হন। 

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত করোনা সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। এই পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে শিশু ১, পুরুষ ১৮ ও নারী ১৯ জন রয়েছেন।

এর আগে গত সোমবার চট্টগ্রামে শফিউল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছে, যা চট্টগ্রামে চলতিবছর করোনা ক্রান্ত প্রথম মৃত্যু। ওই দিন চট্টগ্রামে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের গত ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত কয়েকদিনের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত বেড়েছে।

তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাসায় চিকিৎসা নিচ্ছেন।