
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের সন্দ্বীপে গলায় মার্বেল আটকে আথনাজ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের ছবি রহমানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আথনাজ ওই বাড়ির মো. বাবলুর মেয়ে।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত বুধবার রাত ৮টার দিকে খেলা করার সময় সবার অগোচরে একটি মার্বেল গিলে ফেলে শিশু আথনাজ। মার্বেলটি খাদ্যনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার মা এবং অন্যদের নজরে আসে। পরিবারের সদস্যরা দ্রুত সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মার্বেলটি বের করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্দ্বীপের হারামিয়ায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অপু চক্রবর্তী বলেন, ‘গলার গভীরে আটকানো মার্বেল বের করে আনার মতো যান্ত্রিক সুবিধা আমাদের নেই।’