ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গ্রে*প্তা*র আ. লীগের নবাব

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২১, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন নবাব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ভাটারা থানার উপপরিদর্শক মো. আরিফ বলেন, ভাটারা এলাকায় একদল লোক তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। তাকে বগুড়ায় পাঠানো হবে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবকে গ্রেপ্তারের বিষয়টি জানা গেছে। তাকে বগুড়ায় পাঠালে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

তার বিরুদ্ধে সদর থানায় একটা মামলা আছে