ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীর একটি আবাসিক ভবনে অ*গ্নি*কা*ণ্ড

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল নগরীর জিলা স্কুল সংলগ্ন জর্ডান রোডে লায়লা ভবন নামের একটি আবাসিক ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে ভবনের একটি কক্ষের এসির লাইনের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন, আগুনের লেলিহান ভবনের অন্যান্য কক্ষগুলোতে ছড়িয়ে পরার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ভবনের ভেতরে থাকা বাসিন্দারা নিরাপদে বাহিরে বের হতে সক্ষম হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।