
নিজস্ব প্রতিবেদক :: বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭০০ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই বরগুনা সদর উপজেলার বাসিন্দা হলেও, অন্যান্য উপজেলাতেও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এখন পর্যন্ত শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করলেও জনসচেতনতার অভাব এবং যথাযথভাবে মশা নিধনের কাজ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জেলার সিভিল সার্জন।
জরুরি স্বাস্থ্যসেবা পেতে এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঘরের চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও মশার কামড় থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।