ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিকেলে চিকিৎসককে রো*গীর চ ড়

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে এক মানসিক রোগীর বিরুদ্ধে। আরিফ হোসেন (১৮) নামের ওই রোগীকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন চিকিৎসকরা। এই ঘটনার পর প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল জরুরি বিভাগের নিউরোসার্জারি চিকিৎসা সেবা।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের এক চিকিৎসকের গালে চড় মারেন ওই যুবক। এরপর আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ পেয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সন্ধ্যায় ঘটনস্থলে আসেন। তিনি জরুরি বিভাগে গিয়ে   ওই চিকিৎসকের সাথে কথা বলেন। তিনি বলেন, চিকিৎসককে লাঞ্ছিত করায়, ওই যুবককে পুলিশে দেওয়া হয়েছে। 

এদিকে, অভিযুক্ত আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, তারা থাকেন নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিমপুর খিলমার্কেট এলাকায়।

ওই এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন আরিফ। কিন্তু কয়েকমাস আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছিল। এরমধ্যে সপ্তাহ খানেক আগে ফতুল্লা শান্তিনগর এলাকায় সোহেল নামের এক লোক রাস্তায় দেখা হলে আরিফকে তার কাছে ডাকেন। তখন আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে কয়েকজন মিলে ব্যাপক মারধর করেন।

এরপর ঠিকমত হাটতেও পারছিলেন না আরিফ। এজন্য চিকিৎসা নিচ্ছিল নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে।

তিনি আরো জানান, ওই হাসপাতালের চিকিৎসকরা তার মাথার একটি সিটি-স্ক্যান করাতে এবং ভালো হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেন। এজন্য আজ শুক্রবার আরিফকে নিয়ে তারা ঢাকা মেডিক্যালে আসেন। তবে জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢুকার পর চিকিৎসক যখন চানতে চান, তারা কোথা থেকে এসেছেন; ঠিক তখনই আরিফ হুট করেই ওই চিকিৎসকের গালে চড় মেরে বসেন।

আরিফের মা শিল্পী বেগম বলেন, আমার ছেলের মাথায় সমস্যা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছি। সে অন্যায়ভাবে ডাক্তারের গায়ে হাত তুলেছে।