ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালানো ছাত্রদল নেতা মাসুম গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়া ১০ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৭ নভেম্বর) মাসুমকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। মাসুম একাধিক মামলার আসামি।

রোববার রাতে নগরীর ভাটারখাল এলাকায় মাসুমের বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার রাতে মামলার এজাহারভুক্ত আসামি মাসুমকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে যান মাসুম। সে সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন নানীবুড়ি ফাঁড়ির এটিএসআই মাহাবুব। বুধবার রাতে চারজনকে গ্রেফতার করা গেলেও পালিয়ে যান মাসুম।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তির অপরাধ দল নেবে না। বিষয়টি আমি কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছি। মাসুমকে দ্রুত দল থেকে বহিষ্কার করা হবে।