ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পরিবারের বো*ঝা মনে করে ৭০ বছরের এক বৃ*দ্ধাকে হাসপাতালে রেখে পা*লালেন স্ব*জনরা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেবিনে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধা। ধারণা করা হচ্ছে- বৃদ্ধার স্বজনরা তাকে পরিবারের বোঝা মনে করে হাসপাতালে রেখে পালিয়েছেন।

এদিকে, কেবিনে পড়ে থাকা ওই বৃদ্ধার শরীর থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। যার ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়ছেন বিব্রতকর অবস্থায়।

হাসপাতালে সূত্রে জানা যায়, প্রায় চার সপ্তাহ আগে কে বা কারা প্রায় এই অজ্ঞাত বৃদ্ধাকে হাসপাতালের নিচতলায় ফেলে রেখে যায়। পরে লোকজনের সহায়তায় তাকে চারতলায় নিয়ে ৪০৫ নং কেবিনে রাখা হয়। তখন থেকেই চলে তার চিকিৎসা। অজ্ঞাত এই নারীকে তার পরিচয় বা আত্মীয়-স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেননি। পাশের কেবিনে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, আজ কয়েকদিন হলো হাসপাতালে আমার রোগীকে নিয়ে আছি, জীর্ণ-শীর্ণ শরীর নিয়ে এই বয়স্ক নারী কেবিনের বেডে আছেন। চলাফেরা করতে পারছেন না, কাউকে চিনছেন না, কোন কথাও বলতে পারছেন না। হাসপাতালের নার্সরা তাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে এই নারীর দিকে নজর রাখছেন। তার শরীরে মাছি পোকামাকড় বাসা বাঁধছে। চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক আমার দেশকে বলেন, বিষয়টা অত্যন্ত দুঃখজনক একজন বয়স্ক নারী দীর্ঘদিন এভাবে হাসপাতালে আছে, তার কোন আত্মীয়-স্বজনকে খুঁজেও পাচ্ছি না। এই নারীর বার্ধক্যজনিত সমস্যা ছাড়া তেমন উল্লেখযোগ্য রোগ নেই।

এখন মানসিক অবস্থা ঠিক রাখতে তার প্রয়োজন স্বজনদের সান্নিধ্য। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি কোন ব্যবস্থা করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন।

চরফ্যাশন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন আমার দেশকে বলেন, আমরা নাম পরিচয়হীন এই নারীর আত্মীয়-স্বজনকে খুঁজে পেতে চেষ্টা করছি। পাশাপাশি বরিশালে দুটি বৃদ্ধাশ্রমে বলেছি তারা আমাদেরকে বলেছে শীঘ্রই রেস্কিউ টিম পাঠাবে।