ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক আ*ন্দো*লনে অপসোনিনের তিনটি ফ্যা*ক্ট*রির উৎপাদন ব ন্ধ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সরকারি গেজেট অনুযায়ী বেতন কার্যকর, সময়মতো ওভারটাইমের টাকা ও টিফিন ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন বরিশালের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালস-এর শ্রমিকরা। এ দাবিতে শনিবার (২৮ জুন) সকাল থেকে নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় অবস্থিত গ্লোবাল ক্যাপসুল কারখানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অনুসারে বেতন কাঠামো কার্যকর করছে না। পাশাপাশি ওভারটাইম ও টিফিন ভাতাও নির্ধারিত সময়ে দেওয়া হয় না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

শ্রমিকদের কর্মবিরতির কারণে গ্লোবাল ক্যাপসুল, অপসোনিন স্যালাইন এবং অপসোনিন ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। কর্মবিরতির সময় অন্যান্য শ্রমিকেরা ফ্যাক্টরিতে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনরত শ্রমিকরা বাধা দেন, ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বিশৃঙ্খলা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ সাময়িকভাবে তিনটি ফ্যাক্টরির উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে অপসোনিনের কোনো কর্মকর্তা সংবাদমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।