ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কোনো অ*ন্যা*য় আবদার আমাদের কিনে নিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৯, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করে না। কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আপস করব না। হাসিনা আর ক্ষমতা যেভাবে কিনে নিতে পারেনি, কোনো অন্যায় আবদারও আমাদের কিনে নিতে পারবে না। 

শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা আমাকে পাথর ছুড়বেন, আমি আপনাদের ফুল ছুড়ে বুকে টেনে নেব। আপনি আমার বিরুদ্ধে মিছিল দেবেন, পিঠের চামড়া তুলতে চাইবেন বা আমার নিপাত চাইবেন- বিপরীতে আমি আপনাকে বুকে টেনে নেব।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন। মিডিয়া ও বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন, যেন ভবিষ্যতে বাংলাদেশে জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে বিনা বিচারে ফাঁসির কাষ্ঠে মৃত্যুবরণ করতে না হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের মাটিতে আমরা ভেসে আসি নাই। এ মাটিতে আমাদের জন্ম, উত্থান ও বিকাশ। আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি নাই। এজন্য বলব অন্যায়ভাবে কোনো ধরনের কুৎসা রটানো হলে জনগণকে সঙ্গে নিয়ে সেটির বিরোধিতা করব। 

স্থানীয় প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির প্রতিনিধি শামীম কাওসার প্রমুখ।