ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বে*চ্ছা*সে*ব*ক দলের পদ পাওয়ায় টাকার মালা পরে আন*ন্দ মি*ছিল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নগরে দলীয় পদ পাওয়ার পর টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। নগরের আকবরশাহ থানার হারবাতলী এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা।
জানা গেছে, মো. রাসেল নামের ওই নেতা সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) রাতে তিনি প্রায় ২০ জন সমর্থক নিয়ে একটি আনন্দ মিছিল করেন। মিছিলের সময় এক ব্যক্তি ৫০০ টাকার নোট দিয়ে তৈরি একটি মালা রাসেলের গলায় পরিয়ে দেন। সেই টাকার মালা গলায় ঝুলিয়েই রাসেল মিছিলে অংশ নেন।
ভিডিওটি স্বেচ্ছাসেবক নেতা রাসেল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। এতে দেখা যায়, তার সমর্থকেরা স্লোগান দিচ্ছেন এবং উল্লাস করছেন। এ প্রসঙ্গে মো. রাসেল বলেন, ‘দলীয় পদ পাওয়ায় কর্মীরা শুভেচ্ছা জানাতে এসেছেন। তাদের একজন টাকার মালা পরিয়ে দিয়েছেন। আমি জানতাম না এটা কে করেছে।’

তবে পুলিশ সূত্রে জানা গেছে, মো. রাসেল ২০২০ সালের ২০ জুলাই আকবরশাহ থানা পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত দুটি মামলা রয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ বলেন, ‘এ ধরনের কোনো ভিডিও এখনো হাতে পাইনি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে ২১ জন যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জন সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে ১৫ থানার পূর্ণাঙ্গ এবং ১২টি ওয়ার্ডের আংশিক কমিটিও অনুমোদিত হয়।