ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

“বরিশালে খাল খ*ন*ন ও উ*চ্ছে*দ অভি*যা*ন শু*রু — জলা*ব*দ্ধ*তা নিরসনে সিটি কর্পোরেশন প্র*শা*সকের কা*র্যকর উ*দ্যো*গ”

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের নির্দেশনায় নগরীর কাশীপুর চৌমাথা থেকে আবেদ আলী শাহ মাজার পর্যন্ত খাল খনন ও অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা খালটি পুনরায় খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হচ্ছে। এতে করে ওই এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজসহ নানা কাজে খালের পানি ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, “বছরের পর বছর জলাবদ্ধতায় ভুগেছি। এখন প্রশাসকের এই উদ্যোগে আমরা আশার আলো দেখছি।”

বরিশাল সিটি কর্পোরেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অনেকে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন প্রশাসক মো. রায়হান কাওছারকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নগরীর অন্যান্য জলাবদ্ধ এলাকা ও দখলকৃত খাল পুনরুদ্ধারে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।