ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নবনির্বাচিত সভাপতিকে আওয়ামী দো*স*র আ*খ্যা, নির্বাচন বা*তি*লের দা*বি পরাজিত প্রা*র্থী*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ওয়ার্ড কাউন্সিলের ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতিকে আওয়ামীলীগের দোষর আখ্যা দিয়েছেন পরাজিত সভাপতি প্রার্থী। পরাজিত সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার নির্বাচিত সভাপতি মো: আনিসুর রহমান বাদলকে আওয়ামীলীগের দোষর আখ্যা দিয়ে অবিলম্বে ওই ওয়ার্ডের নির্বাচন বাতিল চেয়েছেন।

প্রয়োজনে মামলা করবেন বলে তিনি হুসিয়ারি দিয়েছেন। শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিকদের সামনে নিজ বাড়ীতে বসে একথা বলেন। দেলোয়ার হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, “আনিসুর রহমান বাদল এবং তার আপন ভাই মো: মোস্তাফিজুর রহমান আওয়ামীলীগের দোষর। এমনকি তারা পিরোজপুর-২ আসনের সাবেক মহিউদ্দীন মহারাজের নির্বাচন সহ তাদের দলীয় অনেক প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন।

অভিযোগে তিনি বলেন, স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির একটি ঘাটি হিসেবে পরিচিত। বিগত দিনে এই ওয়ার্ডে বিএনপির নেতৃত্ব দিয়েছি। একারনে অনেক মামলা হামলা হয়েছে আমার উপর। সবচেয়ে বেশি নির্যাতন হয়েছি ২০১৫ সালের ৭জানুয়ারি।

দেলোয়ার হোসেন বলেন, ওয়ার্ডের কথিত কিছু বিএনপি নেতা আওয়ামীলীগের দোষরদের পূর্নবাসনের জন্য এই নোংরা রাজনীতি করেছে। তাই অবিলম্বে ৭নং ওয়ার্ডের নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি। নবনির্বাচিত ৭নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান বাদল বলেন,”আমি নিজেই ফ্যাসিষ্ট আওয়ামীলীগের হামলা মামলার শিকার হয়েছি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সর্বদা বিএনপির রাজনীতি করেছি।

কখনো আওয়ামীলীগ দোষরদের সাথে ওঠাবসা করিনি। একসময় আমার বাড়ীর পাশে নিজেদের জমিতে একটি ফুটবল খেলার উদ্ধোধনে অংশ নিয়েছিলাম। সেখানে আমার বাড়ীর ছেলেমেয়েরা খেলেছে। সেই খেলায় কে কোন দলের রাজনীতি করে তা আমি জানিনা”।

স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো: কাজী আনিসুজ্জামান বলেন, ওয়ার্ড কাউন্সিল নির্বাচন একটি সচ্ছ গনতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। সেখানে কোন ওয়ার্ডের বিজয়ি প্রার্থীর বিরুদ্ধে কোন উপযুক্ত অভিযোগ থাকলে আমরা তা দেখব। তবে পাশাপাশি দলের বিরুদ্ধে কোন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ালে সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেয়া হবে।