ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জা*মিনে মু*ক্তি পেয়েই ম*দ পান করে আ.লীগ নে*তার নৃ*ত্য, ভিডিও ভাইরাল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৮, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাম্প্রতিক সময়ে এমন একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন। ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর ফারুক ভূঁইয়াকে গান গাইতে দেখা যায়। এ সময় গানের সঙ্গে নৃত্য করেন ওমর ফারুক ভূঁইয়া।

জানা গেছে, ফারুক ভূঁইয়ার উলে­খযোগ্য পদ-পদবি না থাকলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভগ্নিপতি হিসাবে স্থানীয় রাজনীতিতে তার দাপট ছিল। আর এ কারণে ছাত্র-জনতার ক্ষোভের শিকার হয়ে তিনি সহিংসতা মামলার আসামি হন। এদিকে জামিন উদযাপনের ৪৮ সেকেন্ডের ওই ভিডিও চিত্রে শোনা যায়, ‘এমন জামিন করে খেতে হয় রে’ বলে তিনি মদের বোতল হাতে নেচে নেচে গান গাইছিলেন।
মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় ২৭ জুন জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। জামিনে বেরিয়ে ওমর ফারুক ভূঁইয়া আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান এবং নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কাজে লিপ্ত হোন।

অভিযোগ রয়েছে অর্থ বাণিজ্যের উদ্যেশ্যে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকসহ গ্রামবাসীর নামে হয়রানী মূলক মামলা দায়ের করেছেন। গত ২ জুলাই স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মদ্যপান করা ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে এ বিষয়ে ফোনে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এসব ভিডিও তো বিল ক্লিনটন, মোদিসহ দেশ-বিদেশের বিখ্যাত লোকজনেরও আছে। আমি ভাইরাল-সাইরাল বুঝি না। আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না বলে কল কেটে দেন।