ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স*ন্ত্রা*সী-চাঁ*দা*বা*জ*দের ঠাঁ ই বিএনপিতে হবে না : দুলু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১২, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না। একটি দল বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শনিবার (১২ জুলাই) নাটোরে রক্তাক্ত জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। কোনো মাস্তান, চাঁদাবাজ-সন্ত্রাসীর বিএনপিতে ঠাঁই হবে না। রক্তে রাঙানো এই মাস আমাদের সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে শহীদদের ত্যাগ জাতিকে অনুপ্রেরণা দেয়।

জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রমিকদের অধিকার ও দেশে চলমান দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

শ্রমিক সমাবেশে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের মহিমা স্মরণ করে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।