ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিএনপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১২, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা বাবুল হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে শনিবার (১২ জুলাই) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার গভীর রাতে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বাবুল হাওলাদারকে নিজ বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় থানা পুলিশ গ্রেপ্তার করেন। এঘটনা জানতে পেরে এলাকাবাসী গভীর রাতেই থানার সামনে জড়ো হতে থাকেন৷

পরে দুপুরে তারা মানববন্ধন করেন৷ ঘণ্টাব্যাপী মানববন্ধনে মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোস্তফা গাজী, রহমান মিয়া, কাজল বেগম, জান্নাতি আক্তার প্রমুখ। বক্তারা ইউপি সদস্য বাবুল হাওলাদারকে বিএনপি’র সক্রিয় নেতা দাবি করে, তার নিঃশর্ত মুক্তির দাবি জানান৷