ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ২ কোটি ৫০ লাখ টাকার অ*বৈ*ধ জাল জ ব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২০, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলার লালমোহন পৌর শহরে অবৈধ জাল বিক্রেতাদের দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ৪ ব্যবসায়ীকে আর্থিক ৫০০০ টাকা করে মোট ২০০০০ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়। অবৈধ জালের মধ্যে রয়েছে কারেন্ট জাল ৬৮০০০ মিঃ, বেহুন্দি জাল ১০৯৬০০ মিঃ, মশারী জাল ১২৮০০মিঃ, রিং জাল ১৮০০ মিঃ,

জিরো জাল ৬৬০০ মিঃ, পাই জাল ৬৬০০ মিঃ, পোয়া জাল ৮০০০ মিঃ, সর্বমোট ২২৭৮০০মিটার। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা। জব্দকৃত জাল বিনষ্ট করার জন্য নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, লালমোহন থানা পুলিশ সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ীর সদস্যবৃন্দ।