
নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে ভূমিহীন পরিচয় দিয়ে সরকারি খালের জমি বন্দোবস্ত নিয়েছে কোটিপতি কৃষকলীগ নেতা ভূমিদস্যু রশিদ আকন ও তার স্ত্রী। এদিকে খালে বাঁধ দিয়ে মাছের ঘের ও মুরগীর ফার্ম করায় ইরি চাষ ব্যহত হচ্ছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে এলাকাবাসীর পক্ষে সরকারি খাল দখল মুক্ত ও ইরি চাষের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বন্দোবস্ত বাতিল করার দাবিতে রবিবার (২৭ জুলাই) উজিরপুর উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কৃষক মোঃ ইয়াছিন বেপারী, আক্তার বিশ্বাস, মোঃ লিটন, মোঃ শামসুল হক, মোঃ সোহাগ, শহিদুল ইসলাম, সেকান্দার, আব্বাস, হারুন মাঝি, ইয়াছিন, জাহিদ, সালাম, ইদ্রিস, হানিফ ও এনায়েত।
অভিযোগ ও সূত্রে জানা যায়- রাজাপুর গ্রামের ইয়াছিন বেপারীর বাড়ি সংলগ্ন গাইনের পানি চলাচল ও কৃষকদের ইরি চাষ প্রকল্পের জমি ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে স্লুইসগেট নির্মাণ করা হয়। যা ওই এলাকার কৃষকদের ইরি চাষের জন্য অতি জরুরি। ওই সরকারি খালের জমি ভুয়া ভূমিহীন পরিচয় দিয়ে রশিদ আকন ও স্ত্রীর নামে বন্দোবস্ত নেয়। এছাড়া রশিদ আকন, কাদের আকন, আব্দুল হাদী মৃধা মিলে খালের বাধ দিয়ে মাছের ঘের ও মুরগীর ফার্ম তৈরি করে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়- রশিদ আকনের এক মেয়ে নার্স ও আরেক মেয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এক কথায় ধর্ণাঢ্য পরিবার। তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপটে ভূয়া ভুমিহীন পরিচয় দিয়ে সরকারি খালের জমি বন্দোবস্ত নেয় কৃষক লীগের নেতা ভূমিদস্যু রশিদ আকন ও তার স্ত্রী।
এ ব্যপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খালের জমি দখলমুক্ত করার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এমনকি অচিরেই বন্দোবস্ত বাতিল করে কৃষকদের ইরি চাষের উপযোগী করার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন।