
নিজস্ব প্রতিবেদক :: মশিউর রহমান মঞ্জুসহ বরিশালে বিএনপির ৯ নেতা–কর্মী পুনর্বহাল, কেন্দ্রের নির্দেশে স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা প্রকাশ
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল জেলার বিভিন্ন ইউনিটের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরোপিত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর ২০২৫, বুধবার থেকে এ পুনর্বহাল আদেশ কার্যকর করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— গত ০৮ এপ্রিল ২০২৫ তারিখে যে ৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তাদের লিখিত আবেদন ও বিস্তারিত পর্যালোচনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেনঃ
- দেওয়ান মোঃ মনির হোসেন, সদস্য সচিব, হিজলা উপজেলা বিএনপি
- মাহফুজ আলম মিঠু, সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল
- নুর হোসেন সুজন, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল
- ইমরান খন্দকার, সদস্য, বরিশাল জেলা ছাত্রদল
- মশিউর রহমান মঞ্জু, আহ্বায়ক, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল
- মাসুদ রাড়ি, ভারপ্রাপ্ত সভাপতি, বরিশাল মহানগর যুবদল
- কামরুল হাসান, সদস্য সচিব, বরিশাল স্বেচ্ছাসেবক দল
- বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল দক্ষিণ জেলা যুবদল
- মোঃ জাহিদ, সদস্য সচিব, ৩০ নং ওয়ার্ড যুবদল, বরিশাল মহানগর
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলার আলোকে তাদের পুনর্বহাল করা হয়েছে এবং ভবিষ্যতে সংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


