
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সোমাইরপাড় গ্রামের কালাম খানের পাঁচ বছরের ছেলে ইমরান খানের পানিতে ডুবে মৃত্যু হয়।
শিশু ইমরান খান খেলা করতে গিয়ে সবার অজান্তে গতকাল রোববার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায়। বাড়ির লোকজন শিশু ইমরান খানকে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকে।
পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ শিশু ইমরান খানকে মৃত ঘোষণা করেন।