ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে : বরিশালে দুদক চেয়ারম্যান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে, এখানকার দুর্নীতি কতটা কমানো সম্ভব, দায়িত্ব নেওয়ার পরে প্রথমেই সেই চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সরকারের অধঃপতনের কারণের মূলে দুর্নীতি। দুর্নীতি কমানো গেলে ভালো থাকা যাবে, সরকারও স্বস্তিতে থাকবে।
দুদকের মামলার আসামি খালাস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুদকের মামলার আসামি কিন্তু দুদক ছাড়ে না, যারা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক আপিলও করছে। এ ব্যাপারে আদালত, সাংবাদিক সবার দায়িত্ব রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে দুর্নীতি দমন করা সম্ভব।

পরে ড. মোহাম্মদ আবদুল মোমেন বরিশাল সার্কিট হাউসে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সভায় বরিশালের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।