ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

মৃতরা হলেন ময়মনসিংহ জেলার বায়েজিদ হোসেন ও শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে ৫ বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে ৫ জন পানিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে বায়েজিদ পানিতে ডুবে নিহত হন। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে মাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচুয়া বিলে একটি ছোট নৌকা নিয়ে পাঁচজন শাপলা ফুল দেখতে ঘুরতে যান। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয় ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।