
আন্তর্জাতিক ডেস্ক :: ইংল্যান্ড ও ওয়েলসের নবজাতকদের মধ্যে আবারও সবচেয়ে জনপ্রিয় ছেলেসন্তানের নাম হিসেবে জায়গা করে নিয়েছে ‘মুহাম্মদ’। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই নামটি বিভিন্ন বছর তালিকার শীর্ষে বা শীর্ষের কাছাকাছি অবস্থানে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যানে এটি আবারও প্রথম স্থানে উঠে এসেছে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ONS)-এর সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেওয়া শিশুদের মধ্যে ‘মুহাম্মদ’ নামটি সবচেয়ে বেশি সংখ্যক বার রাখা হয়েছে। ইসলাম ধর্মে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামানুসারে এই নামটি মুসলিম পরিবারগুলোর মধ্যে বরাবরই অগ্রাধিকার পেয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং সংস্কৃতি চর্চার প্রতি অঙ্গীকারই এই নামের জনপ্রিয়তা ধরে রাখার পেছনে অন্যতম কারণ।
তালিকায় অন্য জনপ্রিয় ছেলেদের নামের মধ্যে রয়েছে ‘নোয়া’, ‘লিয়াম’, ‘অলিভার’ ও ‘ইথান’। তবে ‘মুহাম্মদ’ নামটি ভিন্ন বানানে (যেমন: Mohammad, Mohamed, Muhammed) বিভিন্ন পরিবারে ব্যবহৃত হওয়ায় সম্মিলিতভাবে সংখ্যাটি আরও অনেক বেশি।
এদিকে মেয়েদের নামের মধ্যে ‘অলিভিয়া’ ও ‘আমেলিয়া’ ছিল শীর্ষে, যেগুলোও গত কয়েক বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে।
এ ঘটনা বিশ্বব্যাপী ইসলামী সংস্কৃতির বিস্তৃতি এবং সামাজিক বৈচিত্র্যকে নতুন আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।