ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নগরীর ২৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন আফরোজা খানম নাসরিন

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৪, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডে সোমবার গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

গণসংযোগকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির চলমান কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন।
এ সময় বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
গণসংযোগে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।