ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের খাবারে বিষক্রিয়া, ১ হাজারের বেশি শিশু অসুস্থ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :: স্কুলের খাবারে বিষক্রিয়া, ১ হাজারের বেশি শিশু অসুস্থ।

ইন্দোনেশিয়ায় চলতি সপ্তাহে স্কুল থেকে দেয়া বিনা মূল্যে দুপুরের খাবার খেয়ে এক হাজারের বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। স্কুলে বিনা মূল্যের খাবারে একের পর এক বিষক্রিয়ার ঘটনা দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কয়েক’শ কোটি ডলারের পুষ্টিকর খাবার কর্মসূচির সর্বশেষ ঘটনা।

 

পশ্চিম জাভার সিপংকোর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউয়ুন সারিহোতিমা বিবিসি ইন্দোনেশিয়াকে বলেছেন, সোমবার থেকে বুধবারের মধ্যে বিষক্রিয়ায় আক্রান্তের মোট সংখ্যা ১,২৫৮ জনে পৌঁছেছে।

 

গত সপ্তাহে পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে ৮০০ শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।

 

প্রেসিডেন্ট প্রাবোও পুষ্টিকর খাবার কর্মসূচি চালু করেছিলেন – যার লক্ষ্য ৮ কোটি স্কুল শিশুকে বিনামূল্যে দুপুরের খাবার দেয়া। এটি তার নেতৃত্বের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

কিন্তু খাদ্যে বিষক্রিয়ার একের পর এক ঘটনা ঘটতে থাকায়, স্বাস্থ্যগত উদ্বেগের কারণে বেসরকারি সংস্থাগুলো কর্তৃপক্ষের কাছে এই কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে।

পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার বলেন, প্রদেশের চারটি এলাকায় ধারাবাহিক বিষক্রিয়ার খবর পাওয়া গেছে। খাদ্যে বিষক্রিয়ার সর্বশেষ ঘটনার পর স্বাস্থ্যগত উদ্বেগের কারণে কিছু বেসরকারি সংস্থা কর্মসূচি স্থগিতের আহ্বান জানান।

গভর্নর মুলিয়াদি বলেন, সোমবার পশ্চিম বান্দুংয়ে বিনামূল্যের মধ্যাহ্নভোজ খাওয়ার পর ৪৭০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং বুধবার সেখানে এবং সুকাবুমি অঞ্চলে আরও তিনটি প্রাদুর্ভাব দেখা দেয়, যার ফলে কমপক্ষে ৫৮০ জন শিশু আক্রান্ত হয়।

তবে, কমিউনিটি ক্ষমতায়নের সমন্বয়কারী মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানান।

সাম্প্রতিক বিষক্রিয়ায় যারা আক্রান্ত হয়েছে তারা পেটে ব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাবের অভিযোগ করেছে। সেইসাথে শ্বাসকষ্ট, যা খাদ্যে বিষক্রিয়ার একটি সাধারণ লক্ষণ নয় বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, বারবার বিষক্রিয়ার ঘটনা ঘটায় কর্মসূচির মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে বিনা মূল্যের খাদ্য কর্মসূচি দ্রুত বিস্তার লাভ করেছে।