ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে দুর্গাসাগর খাঁ চা থেকে হরিণ নি*খোঁ*জ , নিরাপত্তায় ঘা ট তী?

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দুর্গা সাগর থেকে খাঁচাবন্দি একটি হরিণ নিখোঁজ হয়েছে। খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট । প্রতিদিনের মতোই ওইদিন রাতে দুর্গা সাগরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার ডিউটি শেষ করে সকালে দায়িত্ব বুঝিয়ে দেন। সকাল ১০টার দিকে হরিণ পরিচর্যাকারী আশিক লক্ষ্য করেন, একটি হরিণ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেন-কে জানালে, তিনি এসে নিশ্চিত হন যে, খাঁচা তালাবদ্ধই রয়েছে, কিন্তু একটি হরিণ নিখোঁজ।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো ক্লু পাওয়া যায়নি।

এ বিষয়ে দুর্গা সাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয়রা বলছেন, এটি গুরুতর নিরাপত্তা কিংবা দায়িত্ব অবহেলা। কেউ কেউ এটিকে হরিণ চুরি বলেও সন্দেহ করছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান বলেন, খবর পেয়ে বরিশাল জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিন গায়েব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তিনিও খতিয়ে দেখছেন।