
নিজস্ব প্রতিবেদক :: ভোট গণনা কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস (৩১) মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
শুক্রবার সকালে দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি আবার সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান।
নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্বরত শামীম রেজা আরও বলেন, তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সমকালের পাবনা প্রতিনিধি জানান, জান্নাতুল ফেরদৌস পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের মেয়ে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, তার মৃত্যুতে পরিবারটি একদম ভেঙে পড়েছে। জানাজার সময় পরে জানানো হবে।
জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা: চিত্রকলা) শিক্ষক হিসেবে যোগ দেন।