
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের স্থানীয় যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়কের দুপাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রমজানকাঠী কারিগরি কৃষি কলেজের উপাধ্যক্ষ ও সাওরাকাঠি গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চুর আয়োজনে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের সমাজ সেবক ও শিক্ষানুরাগী এবং সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমনের সহযোগীতায় স্থানীয় যুবকেরা সাওরাকাঠি গার্লস হাই স্কুল থেকে কাঁচাবালিয়া চৌধুরী বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পরিষ্কার ও সৌন্দর্য্যবর্ধনের কাজ সম্পন্ন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মাসুম, সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেনসহ স্থানীয় যুবসমাজ। এই কর্মসূচির মাধ্যমে যুব সমাজ পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে যুবকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
সমাজ সেবক এমদাদুল হক সুমন বলেন, সাওরাকাঠি গার্লস স্কুল এর কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। রাস্তার পাশে জঙ্গলে সাপসহ বিষাক্ত প্রাণী থাকায় শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি সৃষ্টি হয়েছিল। এ কারণে আমরা সবাই মিলে এই কর্মসূচি পালন করেছি।
সাওরাকাঠি গার্লস স্কুল কমিটির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, যুব সমাজই হল দেশের ভবিষ্যৎ। এই ছোট্ট উদ্যোগ যেন সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা, ঐক্য ও উন্নয়নের বার্তা পৌঁছে দেয়। আমরা চাই এলাকার সৌন্দর্য বজায় রাখতে সবাই এগিয়ে আসুক। সুমন মোল্লা ও রিয়াজুল ইসলাম বাচ্চু কে এ মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ।’
স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচি আরও বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন।
যুব সমাজের এই ধরনের স্বেচ্ছাশ্রম শুধু পরিবেশের উন্নয়নই নয়, সামাজিক সম্প্রীতিকেও শক্তিশালী করে। এটি অন্যদেরও অনুপ্রাণিত করে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে।
এই উদ্যোগ ঝালকাঠির সাওরাকাঠি , রমজানকাঠি ও কাঁচাবালিয়া গ্রামের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং আশা করা যায়, অন্যান্য এলাকার যুবকরাও এমন উদ্যোগে এগিয়ে আসবেন।
যুব সমাজের এই প্রচেষ্টা শুধু ঝালকাঠি নয়, সারা দেশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্ব সমাজের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করতে পারে।