ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কোস্টগার্ডের অভি যানে ৭২ লাখ টাকার জাল-মাছসহ বোট জ ব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৯, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে অন্তত ৭২ লাখ ৫০ হাজার টাকার জাল ও মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে লালমোহন উপজেলার গজারিয়ার খালপাড় সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫টি বেহুন্দী জাল এবং ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আর্টিসানাল ট্রলিং বোটগুলো পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।