
নিউজ ডেস্ক :: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিকঅংশীদারিত্বে অগ্রগতি’ এই স্লোগানের মধ্যে দিয়ে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস’র উদ্যোগে শনিবার বেলা ১১ টায় হোটেল তাজ মহলে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম। এনএসএস’র ডিরেক্টর ফিলড অপারেশন মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়বেিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার সাব ইনেস্ট্রাকটরনাসরিণ সুলতানা, আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ নুহুউল আলম নবিন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভপতি মো: জাকির হোসেন, ওয়র্ল্ড ভিশনের স্পন্সর অফিসার লিটন হিউবাট কোরাইয়া, স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড ভিশনের প্রজেক্ট কো অর্ডিনেটর মৃদুল সরকার। সমাবেশে শিশুফোরাম ও যুব ফোরামের ১৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।