
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার উপজেলার বাটাজোর বন্দরের পলক জুয়েলার্সের মালিক। তিনি উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠী গ্রামের আজাহার সরদারের ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী জুয়েল সরদার জানান, বিগত সাত বছর যাবত তিনি বাটাজোর বন্দরে জুয়েলার্সের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১০ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ভ্যান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে মাইক্রোবাসের মধ্যে বসে তাকে ব্যাপক মারধর করা হয় এবং তার সাথে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এরপর তাকে উজিরপুরের শিকারপুর সোনার বাংলা নামক এলাকায় ফেলে রাখা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে জানার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।