ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫

মাদ্রাসায় চালু হলো নতুন সাবজেক্ট

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৪, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: এবার আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোয় ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে।

জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ওই সিদ্ধান্ত বাস্তবায়নে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন করা আবশ্যক। নির্দেশনাগুলো হলো দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুকরণের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন; সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ।

আগামী শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদ্রাসাসমূহ নির্বাচন; সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; প্রয়োজনীয়তা বিবেচনায় এনটিআরসিএর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা।

এ অবস্থায় বর্ণিত নির্দেশাবলি বাস্তবায়নপূর্বক দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাসমূহে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।