ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫

ঢাকায় শিক্ষকদের সমাবেশে যোগ দিতে আসার পথে চান্দিনায় সড়ক দু*র্ঘ*ট*না, দুই শিক্ষকসহ পথচারী আ*হ*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকায় শিক্ষকদের সমাবেশে যোগ দিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে ছেড়ে আসা একটি গাড়ি কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুই শিক্ষকসহ এক পথচারী আহত হয়েছেন।

বুধবার দুপুরে চান্দিনার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রামগতি উপজেলার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ এবং আজাদ মেমোরিয়াল একাডেমীর শিক্ষক ইবরাহিম। এছাড়া এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী গাড়িটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা এক পথচারীকে ধাক্কা দেয় এবং পরে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে থামে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানটি সরিয়ে নেয়।